সরাচিত্র

সরাশিল্প বাংলার অতি প্রাচীনতম শিল্প। সরাশিল্প বাংলার একান্ত নিজস্ব ঐতিহ্যমণ্ডিত শিল্প সম্পদ।আধুনিক শিল্পের প্রাণ লুকিয়ে আছে তার লোকায়ত শিল্পে। পৃথিবীতে শুধু মাত্র বাঙালি জাতি সেই সরাকে শিল্পের আধার হিসাবেও প্রতিষ্ঠা দিয়েছে  সুদীর্ঘ প্রাচীনকাল থেকে।

মাটির তৈরি এ সামান্য সরাকেই গ্রামবাংলার মানুষ উৎসবে পালা-পার্বণে কখনও আলপনা আবার কখনও বা ছবি এঁকে অসামান্য করে তোলেন। সরার উৎপত্তি ও উৎকর্ষ ঘটে পূর্ববঙ্গের ঢাকা এবং ফরিদপুর অঞ্চলে। বাঙালিয়ানায় ঘর সাজাতে এর জুড়ি নেই। আর সরার ওপর রঙ দিয়ে আঁকা হয় নানা কাহিনীর চিত্ররূপ।

সরাতে সাধারণত পদ্ম, প্রজাপতি ও আনুষঙ্গিক অন্যান্য চিত্র আঁকা হয়। তবে সরাচিত্রের সব থেকে উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে লক্ষ্মীসরা। লক্ষ্মীপূজায় লক্ষ্মীসরা প্রধান উপকরণ। লক্ষ্মীসরাতে দেবী দুর্গার ছবির সাথে লক্ষ্মীর ছবি থাকে। সাথে লক্ষ্মী দেবীর বাহন পেঁচার ছবিও থাকে। লোকজ রীতিতে উজ্জ্বল বিভিন্ন রং দিয়ে এসব ছবি আঁকা হয়। বর্তমানে সরাচিত্র আর শুধু ধর্মীয় বিষয়ে আবদ্ধ নয়। এখন বিভিন্ন লোকজ বিষয় ও নানারকম নকশা দিয়ে সরা আঁকা হয়। এসব সরা বিভিন্ন উৎসব অনুষ্ঠানে সাজ-সজ্জার কাজে ব্যবহার করা হয় এবং গৃহসজ্জাতেও ব্যবহার করা হয়। তাই এসব সরাচিত্র আমাদের লোক-সংস্কৃতির অংশ।