কারুশিল্পী বাতায়ন

বাংলাদেশের লোক ও কারুশিল্পের ভুবনের অনন্য ও বৈচিত্র্যময় উপাদান কারুশিল্পীদের শিল্পকর্ম। একটি জাতির অন্তর্নিহিত শক্তির উৎস তার নিজস্ব ঐতিহ্য সংস্কৃতি এবং উৎপাদন প্রথার ধারাবাহিক বিকাশ। দেশের প্রথিতযশা কারুশিল্পীদের উৎপাদন শৈলীর সংরক্ষণ ও পুনরুজ্জীবনের প্রত্যয়ে সোনার বাংলার লোককারুশিল্পী ও কারুশিল্পের সাথে জড়িত শিল্পীদের লোকসংস্কৃতির মায়াজালের নিবিড় বন্ধনে আবদ্ধ করার একটি অনলাইন ওয়েব প্ল্যাটফর্ম ‘কারুশিল্পী বাতায়ন’। ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে সংস্কৃতি, কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা পাশাপাশি নতুন প্রজন্মের মানসিক বিকাশ ও উৎকর্ষ সাধনে এই প্ল্যাটফর্মটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারুশিল্পীদের উৎপাদিত কারুপণ্য অনলাইনে বিক্রির মাধ্যমে তাদের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে এবং এই শিল্পের বৈশ্বিক প্রসারে নতুন একটি দিগন্ত উন্মোচিত হবে। অনলাইন নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা কারুশিল্পীদের তথ্যভিত্তিক ডাটাবেজ তৈরি করা সম্ভব হবে এবং হারিয়ে যাওয়া লোককারুশিল্পের পুনরুজ্জীবন ও অর্থনৈতিক উন্নয়নে অঞ্চল ভিত্তিক ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের জন্য কারুশিল্পী ডাটাবেজ মূখ্য ভূমিকা পালন করবে। এছাড়াও এ ডাটাবেজের মাধ্যমে কারুশিল্পী ও এই শিল্প নিয়ে গবেষণামূলক বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করা যাবে।  নিবন্ধিত কারুশিল্পীরা ‘কারুশিল্পী বাতায়ন’ এ প্রবেশ করে ফাউন্ডেশন আয়োজিত বছরব্যাপী বিভিন্ন উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। 

circle-cropped

পরিকল্পনা ও বাস্তবায়নে
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন

govt-bangladesh-logo-D1143C363F-seeklogo.com

সার্বিক সহযোগিতায়
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

09604 000 777

info@artisan.gov.bd