লোককারুশিল্প মেলা
দেশীয় সংস্কৃতির উজ্জ্বীবন ও প্রসারে ফাউন্ডেশনের অন্যতম কর্মযজ্ঞ লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব আয়োজন। বাংলার প্রাচীন রাজধানী ঐতিহাসিক সোনারগাঁয়ের প্রাণকেন্দ্র ফাউন্ডেশন আয়োজিত মেলায় দেশের প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত প্রথিতযশা কারুশিল্পীগণ জীবন-জীবিকার প্রয়োজনে তাঁদের নিজ নিজ পেশার সম্ভারে পসরা সাজান।প্রবহমান পরম্পরাগত ঐতিহ্য ও লোকসংস্কৃতির উপাদানের সাথে পরিচিত করার প্রয়াসে এবং ঐতিহ্যবাহী লোকসংগীত, বাঙালি সংস্কৃতি লালন, কারুশিল্পীদের সৃষ্টিশীল কর্মের উপস্থাপন, লুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলার প্রচার প্রসারের পাশাপাশি দেশীয় সংস্কৃতির পুনরুজ্জীবনে এই মেলার আয়োজন। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ধারাবাহিকভাবে জাতীয় পর্যায়ে লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসবের বর্ণিল আয়োজন করে আসছে। একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে সমুন্নত রাখতে ফাউন্ডেশন মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব আয়োজন করছে। ঐতিহ্যের ক্রমপুঞ্জিত ধারায় ফাউন্ডেশনের মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব এখন একটি প্রতিষ্ঠিত মিলনমেলায় পরিণত হয়েছে। লোকজ ঐতিহ্যকে অকৃত্রিমভাবে উপস্থাপন করা আর নতুন প্রজন্মের কাছে এর পরিচিতি তুলে ধরতে ফাউন্ডেশনের মাসব্যাপী দীর্ঘ লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসবের সমারোহপূর্ণ আয়োজন। ফাউন্ডেশনের মেলা ও লোকজ উৎসব লোকসংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মাসব্যাপী মেলায় কর্মরত কারুশিল্পী, কারুশিল্পের বিশেষ প্রদর্শনী, লুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা গ্রামের অবহেলিত প্রথিতযশা শিল্পীদের সমন্বয়ে লোকসঙ্গীতের আসর আয়োজনের মাধ্যমে আমাদেরকে উজ্জীবিত ও অনুপ্রাণিত করছে। এমন আনন্দযঞ্জের বিপুল আয়োজন সবাইকে আলোর পথ প্রদর্শন করবে বলে প্রত্যাশা।লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসবে ব্যাপক পণ্যসামগ্রীর সমারোহ ঘটে। লোক ও কারুশিল্পকে উৎসাহিত ও উজ্জীবিত করার প্রয়াসে মেলায় দেশের প্রত্যন্ত এলাকার কারুশিল্পীরা স্বচ্ছন্দে তাদের পণ্য উৎপাদন ও বিপণনের সুবর্ণ সুযোগ পান। নিঃসন্দেহে এতে কারুশিল্পের বাজার সম্প্রসারিত হয় । ফাউন্ডেশনের মাসব্যাপী এই দীর্ঘ আয়োজনে গ্রাম-বাংলার চিরায়তরূপ তুলে ধরা হয়। প্রতিদিন দেশি-বিদেশি হাজারো পর্যটক ফাউন্ডেশনের এই বৃহৎ আয়োজন পরিদর্শনে আসেন। এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে বিপুলসংখ্যক দর্শনার্থীগণ ফাউন্ডেশনের বর্ণাঢ্য বর্ষবরণের আনন্দযজ্ঞ উপভোগ করেন। এ উপলক্ষে তিনদিনব্যাপী বসে গ্রামীণ লোকমেলা। লোকশিল্পের বিকাশ ও প্রসারে প্রতিবছর ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসবের বর্ণাঢ্য আয়োজন করা হয়। এ ধরনের উৎসব সাস্প্রদায়িকতা, কূপমণ্ডকতা, কুসংস্কার এবং জঙ্গিবাদ প্রতিরোধ করে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে সমুন্নত রাখবে যা আমাদেরকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে আরও এক ধাপ এগিয়ে নিবে। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন তাৎপর্যের দিক থেকে ক্ষুদ্রাকার বাংলাদেশেরই অবয়ব বলা চলে। এখানে রূপসী বাংলাদেশের অপরূপ প্রতিচ্ছবি প্রত্যক্ষ করা যায়। এ ফাউন্ডেশন প্রতিনিধিত্ব করছে হাজার বছরের লোকমানুষের পরম্পরাগত সভ্যতা ও সংস্কৃতির।