সুশান্ত কুমার পাল

মৃৎশিল্পী

পরিচিতি : শ্রী সুশান্ত কুমার পাল, মাতার নাম : মৃত. সুধা রানী পাল, পিতার নাম : মৃত. ভোলানাথ পাল, ঠিকানা : গ্রাম : বসন্তপুর, ডাকঘর : বাগধানী, উপজেলা : পবা, জেলা : রাজশাহী। জন্মতারিখ : ২৪/০৯/১৯৫৯ খ্রিস্টাব্দ। প্রাতিষ্ঠানিক শিক্ষা : স্বাক্ষরজ্ঞান সম্পন্ন। মোবাইল নং :  ০১৭২৬৩৬২৬৩৪। পরিবারের সদস্য সংখ্যা : ০৮ জন।শিশুকাল থেকেই তিনি মৃৎশিল্পের কাজ শেখা শুরু করেন। বংশানুক্রমে প্রায় ৫২ বছর তিনি মৃৎশিল্পের শখের হাড়ি মাধ্যমে নিরন্তর কাজ করে আসছেন। তিনি বাংলাদেশের শখের হাঁড়ি শিল্পের স্বনামধন্য, প্রতিষ্ঠিত প্রথিতযশা শিল্পী। শখের হাঁড়ি মাধ্যমে তিনি একজন কিংবদন্তি শিল্পী হিসেবে সমাদৃত।

আশুতোষ চন্দ্র সূত্রধর

চিত্রিত হাতি-ঘোড়া পুতুল শিল্পী

আশুতোষ চন্দ্র সূত্রধর, মাতার নাম : সুচিত্রা রানী সুত্রধর, পিতার নাম : মৃত. নরেন্দ্র চন্দ্র সূত্রধর, ঠিকানা : গ্রাম : রঘুভাঙ্গা, ডাকঘর : সোনারগাঁও, উপজেলা : সোনারগাঁ, জেলা : নারায়ণগঞ্জ। জন্মতারিখ : ০৭/০৮/১৯৬৫ খ্রিস্টাব্দ। প্রাতিষ্ঠানিক শিক্ষা :  ৫ম শ্রেণি। মোবাইল নং : ০১৭২০৯৮৬৫৩৬। পরিবারের সদস্য সংখ্যা : ০৭ জন।তিনি শিশুকাল থেকেই তার বাবার সাথে দারুশিল্পের তথা কাঠের চিত্রিত হাতি, ঘোড়া, মমী পুতুল তৈরির কাজ শুরু করেন। তিনি বংশ পরম্পরাগত ভাবে একাজ করে আসছেন। তার বয়স ৫৫ বছর। তিনি সোনারগাঁয়ের তৈরি চিত্রিত হাতি-ঘোড়া, মমী পুতুলের একজন স্বনামধন্য শিল্পী।

শঙ্কর মালাকার

শোলাজাত শিল্পী

শ্রী শংকর মালাকার , মাতা : ভবানী মালাকার, পিতার নাম : মৃত. রাধা বল্লভ মালাকার , ঠিকানা : গ্রাম : শতপাড়া, ডাকঘর : হাজরাহাটি, উপজেলা : শালিখা, জেলা : মাগুরা। জন্মতারিখ : ০৫/০৪/১৯৩৯ খ্রিস্টাব্দ। প্রাতিষ্ঠানিক শিক্ষা : ১০ম শ্রেণি। মোবাইল নং : ০১৯৩৯৪০৬১৫৫ । পরিবারের সদস্য সংখ্যা : ০৫ জন ।ছোটবেলা থেকে তিনি শোলার কারুশিল্পের কাজ শেখা শুরু করেন। বংশানুক্রমে তিনি প্রায় ৭০ বছর শোলার বাহারি কারুপণ্য তৈরি করে আসছেন। তিনি বাবা-মায়ের নিকট থেকে শোলার কাজ শেখা শুরু করেন। তিনি শোলার মালা, বিয়ের সামগ্রী, পাখি, হাতপাখা, ফুল, টোপর, টায়েরা ‍তৈরি করেন। তিনি শোলাশিল্পের একজন স্বনামধন্য প্রতিষ্ঠিত শিল্পী।

সুনীল পাল

টেপাপুতুল শিল্পী

পরিচিতি : শ্রী সুনিল চন্দ্র পাল, মাতা : শ্রীমতি কুসুম  রানী পাল, পিতা : শ্রী দীনেশ চন্দ্র পাল, ঠিকানা : গ্রাম : চরপাড়া, ডাকঘর : করিমগঞ্জ, উপজেলা : কিশোরগঞ্জ সদর, জেলা : কিশোরগঞ্জ । জন্মতারিখ : ১২/০৬/১৯৪৮ খ্রিস্টাব্দ।  প্রাতিষ্ঠানিক শিক্ষা :  এস. এস. সি পাস। মোবাইল নং :  ০১৯১৮৬৮৫৮৯৫। পরিবারের সদস্য সংখ্যা : ০৮ জন। তিনি ২৫ বছর বয়স থেকে টেপাপুতুল তৈরির কাজ শুরু করেন। প্রথমে শখের বসে কাজ করতেন। এখন জীবিকা নির্বাহের তাগিদে টেপাপুতুল তৈরি করেন। তিনি বাংলা একাডেমি, বিসিক, জাতীয় জাদুঘর , চারুকলা অনুষদ, চ্যানেল আই, সোনারগাঁও জাদুঘর প্রভৃতি প্রতিষ্ঠানের মেলায় অংশগ্রহণ করে থাকেন। টেপাপুতুল শিল্পে তিনি বাংলাদেশের  একজন প্রতিষ্ঠিত স্বনামধন্য শিল্পী।

বীরেন্দ্র চন্দ্র সূত্রধর

চিত্রিত হাতি-ঘোড়া পুতুল শিল্পী

শ্রী বীরেন্দ্র চন্দ্র সূত্রধর,মাতা: রাজুবালা সূত্রধর,পিত: মনিন্দ্র সূত্রধর, ঠিকানা: গ্রাম: ভট্টপুর,ডাকঘর : সোনারগাঁ, উপজেলা: সোনারগাঁ, জেলা: নারায়ণগঞ্জ। জন্মতারিখ: ০১/০১/১৯৭০ খ্রিস্টাব্দ। প্রাতিষ্ঠানিক শিক্ষা: ১০ম শ্রেণি পাস। মোবাইল নং ০১৯৪৬১৩৩১৮৫। তিনি কাঠের চিত্রিত হাতি ঘোড়া মমী পুতুলের একজন শিল্পী । এস.এস.সি .পাসের পর থেকে তিনি দারুশিল্পের কাজ শেখা শুরু করেন। প্রায় ৩৭ বছর তিনি দারুশিল্পের কাজ করে আসছেন । তিনি সোনারগাঁও জাদুঘর ,বিসিক, বাংলা একাডেমি ,চারুকলাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মেলায় অংশগ্রহণ কককরে থাকেন ।তিনি দারুশিল্পের একজন স্বনামধন্য শিল্পী।

মো: শাহজাহান সরকার

বাঁশ-বেত শিল্পী

মো: শাহাজাহান মিয়া, মাতার নাম : মোসা: জয়তোন নেছা, পিতার নাম : মো: সেফাতুল্লাহ মিয়া,ঠিকানা : গ্রাম : বর্ণী, ডাকঘর : দেলদুয়ার, উপজেলা : দেলদুয়ার, জেলা : টাঙ্গাইল। জন্মতারিখ/বয়স : ৫৮ বছর। প্রাতিষ্ঠানিক শিক্ষা : ৮ম শ্রেণি। মোবাইল নং :  ০১৭২৩৯১৫১১৫। পরিবারের সদস্য সংখ্যা : ০৬ জন।তিনি শিশুকাল থেকেই বাঁশবেত কারুশিল্পের কাজ শুরু করেন। তিনি বাঁশের শোপিস, ট্রে, কলমদানি, ল্যাম্প স্ট্যান্ড, ডালা, কুলা, মাথাল এবং আকর্ষণীয় কারুপণ্য সামগ্রী তৈরি করে আড়ং এ সরবরাহ করে আসছেন।তিনি বংশ পরম্পরাগত ভাবে এ শিল্পের একজন স্বনামধন্য শিল্পী। তিনি বাঁশবেত শিল্পের একজন স্বনামধন্য শিল্পী।

আব্দুল আউয়াল মোল্লা

দারুশিল্পী

মো: আব্দুল আওয়াল মোল্লা ,মাতা: সাহেরা বেগম,পিতা: রমিজ উদ্দিন মোল্লা, ঠিকানা : গ্রাম: চৌদানা,ডাকঘর: সোনারগাঁ, উপজেলা: সোনারগাঁ, জেলা: নারায়ণগঞ্জ। জন্মতারিখ : ২৮/০৬/১৯৫১ খ্রিস্টাব্দ। প্রাতিষ্ঠানিক শিক্ষা :  ৫ম শ্রেণি। মোবাইল নং ০১৯১৩৮৪৭২৪৬ ; তিনি কাঠের কারুশিল্পের একজন শিল্পী। বাল্যকাল থেকেই তিনি কাঠের কারুশিল্পের কাজে আন্তনিয়োগ করেন। তিনি প্রায় ৫৭ বছর কাঠের শোপিস,ট্রে, ল্যান্ডস্ট্যান্ডসহ বাহারি কারুপণ্য তৈরি করে আসছেন। তিনি বিসিক, কারুশিল্প পরিষদ, আড়ংসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মেলায় অংশগ্রহণ করেন। তিনি বাংলাদেশের একজন উল্লেখযোগ্য কাঠের কারুশিল্পী ।

গিতেশ চন্দ্র দাস

শীতলপাটি শিল্পী

শ্রী গীতেশ চন্দ্র দাস,মাতা : মৃত – বরদা রানী দাস, পিতা: মৃত–গীরিশ চন্দ্র দাস, ঠিকানা: গ্রাম: তুলাপুর, ডাকঘর: মোকাম বাজার, উপজেলা : রাজনগর, জেলা: মৌলভীবাজার, জন্মতারিখ: ০২/০১/১৯৪৭, প্রাতিষ্ঠানিক শিক্ষা: ৫ম শ্রেণি; মোবাইল নং- ০১৭৪৩৭২৭৮০৩। তিনি ছোটবেলা থেকে শীতলপাটি তৈরির কাজ শুরু করেন। তিনি তার পিতার নিকট থেকে কাজ শেখা শুরু করেন। এই পেশা তাদের বংশপরমপরাগত  পেশা। তিনি সোনারগাঁও জাদুঘর, বিসিক,বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর,চারুকলা ইনসস্টিটিউটসহ বিভন্ন প্রতিষ্ঠানের মেলায় অংশগ্রহণ করেন। শীতলপাটিশিল্পে তিনি বাংলাদেশের একজন উল্লেখযোগ্য শিল্পী।     

পরেশ চন্দ্র দাস

বাঁশ-বেত শিল্পী

শ্রী পরেশ চন্দ্র দাস, মাতা : রায় মনি, পিতা : যুধিষ্ঠি, ঠিকানা : গ্রাম : বাগমুছা, ডাকঘর : আমিনপুর, উপজেলা : সোনারগাঁ, জেলা : নারায়ণগঞ্জ। জন্মতারিখ : ২০/০৪/১৯৪৭ খ্রিস্টাব্দ।  প্রাতিষ্ঠানিক শিক্ষা :  ৫ম শ্রেণি। মোবাইল নং :  ০১৬৮০৩৮১১৯১। পরিবারের সদস্য সংখ্যা :  ১১ জন।  ছোটবেলা থেকে তিনি বাঁশ-বেত শিল্পের কাজ করে আসছেন। এ পেশা তাদের পৈতৃক পেশা। তিনি বাবার কাছ থেকে বাঁশ-বেতের কাজের শিক্ষা গ্রহণ করেন। তিনি বেতের নৌকা, পালকি, ট্রে, কর্ণার সেলফ্, সোফাসেটসহ সৌখিন সামগ্রী তৈরি করে বিক্রি করেন। তিনি প্রায় ৬৫ বছর ধরে বাঁশ-বেত শিল্পের কাজ করে আসছেন। তিনি সোনারগাঁ উপজেলার একজন স্বনামধন্য শিল্পী।

বিপদ হরী পাল

মৃৎশিল্পী

বিপদ হরী পাল, মাতা : পূর্নিমা রানী পাল, পিতা : রমন চন্দ্র পাল, ঠিকানা : ৯নং সুলতানগঞ্জ, মোহাম্মদপুর, রায়ের বাজার, ঢাকা । জন্মতারিখ : ০৩/০২/১৯৫০ খ্রিস্টাব্দ।  প্রাতিষ্ঠানিক শিক্ষা :  ৫ম শেণি। মোবাইল নং :  ০১৭১৫৫৮৪১২৩পরিবারের সদস্য সংখ্যা : ০৯ জন। শিশুকাল থেকেই তিনি মৃৎশিল্পের কাজ করে আসছেন। তিনি মাটির বিভিন্ন খেলনা সামগ্রী তৈরি করেন। তিনি প্রায় ৬০ বছর ধরে মৃৎশিল্পের  কাজ করে আসছেন। মৃৎশিল্প পেশা তাঁদের বংশ পরম্পরাগত পেশা।

গলি বালা

বাঁশ-বেত শিল্পী

শ্রীমতি গলি বালা, মাতা : মৃত. উল্লো, পিতা : শরনী, ঠিকানা : গ্রাম : বাসমারী হাজেরা পাড়া, ডাকঘর : নকির হাট, উপজেলা : ঠাকুরগাঁও সদর, জেলা : ঠাকুরগাঁও। জন্মতারিখ : ১৫/০৭/১৯৬৫ খ্রিস্টাব্দ।  প্রাতিষ্ঠানিক শিক্ষা :  স্বাক্ষরজ্ঞান সম্পন্ন। মোবাইল নং :  ০১৭৬৩২৮৯০০১। পরিবারের সদস্য সংখ্যা :  ০৩ জন। শিশুকাল থেকে তিনি বাঁশ-বেতের কারুপণ্য তৈরি করে আসছেন। তিনি প্রায় ৪৫ বছর ধরে বাঁশ-বেতের কারুপণ্য তৈরি করে জীবিকা নির্বাহ করেন।

হোসনে আরা বেগম

নকশি কাঁথা শিল্পী

হোসনে আরা বেগম, মাতার নাম : তৈয়মুন নেছা, স্বামীর নাম : মো: কাহার উদ্দিন,  ঠিকানা : গ্রাম : গোয়ালদি, ডাকঘর : আমিনপুর, উপজেলা : সোনারগাঁ, জেলা : নারায়ণগঞ্জ। জন্মতারিখ : ০৪/০১/১৯৬৯ খ্রিস্টাব্দ। প্রাতিষ্ঠানিক শিক্ষা :  ৫ম শ্রেণি। মোবাইল নং :  ০১৯৩৩৮৭৭৮২৫। পরিবারের সদস্য সংখ্যা : ০৫ জন।১৮ বছর বয়স থেকে তিনি নকশিকাঁথা কারুশিল্প মাধ্যমে কাজ শুরু করেন। তিনি বর্তমানে নকশিকাঁথা শিল্পের একজন প্রতিষ্ঠিত শিল্পী। 

সুধন্য চন্দ্র দাস

সরাচিত্র শিল্পী

পরিচিতি : সুধন্য চন্দ্র দাস, মাতার নাম : রামধ্বনি দাস, পিতার নাম : সাধন চন্দ্র দাস। ঠিকানা : গ্রাম : ১ নং বাবুরাইল, মোবারকশাহ রোড, বৌবাজার, ডাকঘর : নারায়ণগঞ্জ সদর, উপজেলা : নারায়ণগঞ্জ সদর, জেলা: নারায়ণগঞ্জ। জন্মতারিখ : ০১/১২/১৯৪৯ খ্রিস্টাব্দ। প্রাতিষ্ঠানিক শিক্ষা : ৫ম শ্রেণি। মোবাইল নং : ০১৯২৬৫৮৪৮৯৪। পরিবারের সদস্য সংখ্যা : ০৪ জন।সরাচিত্রের কাজ তার মূল পেশা। ২৫ বছর বয়স থেকে তিনি সরাচিত্র কারুশিল্পে কাজ করে আসছেন। তিনি  সরাচিত্র শিল্পের একজন স্বনামধন্য প্রতিষ্ঠিত শিল্পী। 

মোঃ কাইফু

পাটজাত শিল্পী

মোঃ কাইফু, মাতা : ছালেহা বেগম, পিতা: মো: আবেদ আলী, ঠিকানা: গ্রাম: আদমপুর ,ডাকঘর: আমিনপুর, উপজেলা: সোনারগাঁও, জেলা: নারায়ণগঞ্জ । জন্মতারিখ: ০৬/০৫/১৯৭৯ খ্রিষ্টাব্দ, মোবাইল নং ০১৯২১৭৭২১৮৯। তিনি ১০ বছর বয়স থেকে পাটজাত কারুশিল্পের কাজ শুরু করেন। তিনি সোনারগাঁও জাদুঘরের মেলায় কর্মরত কারুশিল্পী হিসেবে অংশগ্রহণ করেন। তিনি ২০১৯ সালে নাইজেরিয়ার রাজধানী আবুজাতে অনুষ্ঠিত আর্ন্ত্জাতিক মেলায় পাটজাত কারুশিল্পী হিসেবে অংশগ্রহণ করেন।

মো: মানিক সরকার

তামা-কাঁসা-পিতল শিল্পী

মো: মানিক সরকার, মাতার নাম : মৃত.আয়শা খাতুন, পিতার নাম : মৃত. ছাদির আহমেদ। ঠিকানা : গ্রাম : বল্লভদী,  ডাকঘর : জাহাপুর, উপজেলা : মুরাদনগর, জেলা : কুমিল্লা। জন্মতারিখ : ১০/০১/১৯৬৫ খ্রিস্টাব্দ। প্রাতিষ্ঠানিক শিক্ষা : ৮ম শ্রেণি। মোবাইল নং : ০১৭১৬২০৩৩১৩। পরিবারের সদস্য সংখ্যা : ০৪ জন।তিনি ১০ বছর বয়স থেকে উত্তরাধিকার সূত্রে তামা-কাঁসা-পিতল শিল্পের কাজ শুরু করেন।তিনি তামা-কাঁসা-পিতল শিল্পের একজন স্বনামধন্য প্রতিষ্ঠিত শিল্পী।

মনোয়ারা বেগম

হাতপাখা শিল্পী

মনোয়ারা বেগম, মাতা : আয়শা খাতুন, পিতা : মৃত. মোফাজ্জল আহমদ, ঠিকানা : গ্রাম : দক্ষিণ জোয়ারা, ডাকঘর : পূর্ব জোয়ারা,  উপজেলা : চন্দনাইশ, জেলা : চট্রগ্রাম । জন্মতারিখ : ২৫/০১/১৯৭৩ খ্রিস্টাব্দ । প্রাতিষ্ঠানিক শিক্ষা :  ৫ম শ্রেণি । মোবাইল নং : ০১৮৩৪৪৯১১৭৩। পরিবারের সদস্য সংখ্যা :  ১১ জন। তিনি তালপাতার হাতপাখা শিল্পী। ১০ বছর বয়স থেকে তিনি হাতপাখার কাজ শেখা শুরু করেন । তিনি প্রায় ৩৭ বছর তালপাতার হাতপাখা কারুশিল্পের কাজ করে আসছেন ।

শ্রী সুবোধ কুমার পাল

মুখোশ শিল্পী

শ্রী সুবোধ কুমার পাল, মাতা : অষ্টমী বালা পাল, পিতা : শিশির চন্দ্র পাল, ঠিকানা : গ্রাম : বসন্তপুর, ডাকঘর : বাগধানী, উপজেলা : পবা, জেলা : রাজশাহী। জন্মতারিখ : ০৫/০৫/ ১৯৭৭ খ্রিস্টাব্দ। প্রাতিষ্ঠানিক শিক্ষা : ৮ম শ্রেণি। মোবাইল নং : ০১৯৩৬৯৪২১৩০। পরিবারের সদস্য সংখ্যা : ০৪ জন ।বাল্যকাল থেকে তিনি মৃৎশিল্পের কাজ শুরু করেন। বংশানুক্রমে তিনি প্রায় ৩২ বছর টেপাপুতুল ও মুখোশ শিল্প মাধ্যমে কাজ করে আসছেন। 

অনুপ নাগ

শঙ্খ শিল্পী

শ্রী অনুপ নাগ, মাতা: রতা রানী নাগ, পিতা: যদুনাথ নাগ, ঠিকানা: ১২৭ শাঁখারী বাজার, ঢাকা- ১১০০। জন্ম তারিখ : ১৯৬০ খ্রিস্টাব্দ। প্রাতিষ্ঠানিক শিক্ষা: স্বাক্ষরজ্ঞান সম্পন্ন । তাদের পরিবারের সদস্য সংখ্যা ০৪ জন। তিনি ১৪ বছর বয়স থেকে শংখ শিল্পের কাজ শেখা শুরু করেন। শঙখশিল্পের  পেশা তাদের বংশপরমপরাগত পেশা। তিনি জাতীয় কারুশিল্প পরিষদ, চ্যানেল আই, বেঙগল ফাউন্ডেশন, চারুকলা অনুষদ, জাতীয় জাদুঘর এবং সোনারগাঁও জাদুঘরের মেলায় অংশগ্রহণ করেন।   

মো: রমজান আলী

শতরঞ্জি শিল্পী

মো: রমজান আলী, মাতার নাম : মৃত. করিমন নেছা, পিতার নাম : মৃত. মফিজ উদ্দিন,  ঠিকানা : গ্রাম : নিসবেতগঞ্জ, ডাকঘর : রংপুর সদর, উপজেলা : রংপুর সদর, জেলা : রংপুর। জন্মতারিখ : ১৪/০৭/১৯৩৫ খ্রিস্টাব্দ। প্রাতিষ্ঠানিক শিক্ষা : স্বশিক্ষিত। মোবাইল নং : ০১৭২৬৩৬২৭৭৭। পরিবারের সদস্য সংখ্যা : ০৬ জন।তিনি শিশুকাল থেকেই শতরঞ্জি কারুশিল্পের কাজ শুরু করেন। তিনি বংশ পরম্পরাগত ভাবে শতরঞ্জি শিল্প তৈরি করে আসছেন। তিনি শতরঞ্জি শিল্পের একজন স্বনামধন্য শিল্পী।

দীপন বিশ্বাস

লোহাজাত শিল্পী

শ্রী দীপন কর্মকার, মাতা: সুসাব কর্মকার, পিতা: নিতাই কর্মকার, ঠিকানা: গ্রাম: হামছাদী, ডাকঘর: সোনারগাঁও, জেলা: নারায়ণগঞ্জ। তার বয়স: ৪৫ বছর। প্রাতিষ্ঠানিক শিক্ষা: ৫ম শ্রেণি । তিনি ১২ বছর বয়স থেকে লৌহজাত কারুশিল্পের কাজ শুরু করেন। লৌহজাত কারুশিল্পের কাজ করে তিনি জীবিকা নির্বাহ করে আসছেন। তিনি সোনারগাঁও জাদুঘরের মেলায় কর্মরত কারুলিল্পী হিসেবে অফংশগ্রহণ করে থাকেন। তিনি সোনারগাঁও অঞ্চলের একজন উল্লেখযোগ্য লৌহজাত কারুশিল্পী।

সবিতা রানী মোদী

শীতল পাটি শিল্পী

সবিতা রানী মোদী, মাতার নাম : সাধনা রানী দে, পিতার নাম : আনন্দ চন্দ্র দে, ঠিকানা : গ্রাম : পাইকপাড়া, পাটিরপাড়া, ডাকঘর : পাইকপাড়া, উপজেলা : পাইকপাড়া, জেলা : মুন্সিগঞ্জ। জন্মতারিখ : ১০/০৯/১৯৮২ খ্রিস্টাব্দ। প্রাতিষ্ঠানিক শিক্ষা : ৮ম শ্রেণি। মোবাইল নং :  ০১৯৫৩৫০২৫৬৮। পরিবারের সদস্য সংখ্যা : ০৪ জন।১০ বছর বয়স থেকে তিনি শীতলপাটি বুননের কাজ শুরু করেন। তিনি বংশ পরম্পরাগত ভাবে শীতলপাটি তৈরির কাজ করে আসছেন।তিনি শীতলপাটি শিল্পের একজন স্বনামধন্য শিল্পী।